ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অলিম্পিক

অস্ট্রেলিয়ার ‘গোল্ডেন গার্লের’ জীবনাবসান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
অস্ট্রেলিয়ার ‘গোল্ডেন গার্লের’ জীবনাবসান

অস্ট্রেলিয়ার দ্রুত মানবী বেটি কুথবার্ট আর নেই। ৭৯ বছর বয়সে চলে গেলেন চারবার অলিম্পিক জয়ী এই নারী।

সোমবার (০৭ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে তার মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়েছে। পশ্চিম অস্ট্রেলিয়ায় রোববার রাতে তিনি মারা যান।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনতি নানা রোগে ভুগছিলেন তিনি।

মাত্র ১৮ বছর বয়সে ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিকে এই দ্রুত মানবী তিনটি স্বর্ণ পদক জয় করেন। যার মধ্যে ছিল ১০০ মিটার, ২০০ ও ৪০০ মিটার। আট বছর পর টোকিও অলিম্পিকে তিনি ৪০০ মিটারে স্বর্ণ জেতেন।

বেটি কুথবার্ট অস্ট্রেলিয়ার ‘গোল্ডেন গার্ল’ হিসেবে পরিচিত ছিলেন।  তার মৃত্যুতে দেশটির ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান গ্রেটরা শোক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ