ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

মুক্তমত

মিঁয়াও

আবদুল হামিদ মাহবুব | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২
মিঁয়াও

বিড়াল ছিলো থলের ভিতর
এক্কেবারে চুপ
মনের ভিতর জ্বলছিলো তার
যেমন জ্বলে ধূপ।
 
গায়ের মাঝে রঙ ছিলো তার
কুচকুচে ওই কালো
থলের উপর হাত বুলিয়ে
বললো, তারা ভালো।


 
সেই যে বিড়াল হঠাৎ করে
মিঁয়াও দিলো ডাক
ডাক শুনেতো পাশের সবাই
হলেন হতবাক!
 
মিঁয়াও ডাকে কাঁপছে এখন
এক যে নেতার ভিত
আবোল তাবোল বলছে কথা
তিনি সুরঞ্জিত!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।