কৈশোর বেলার ছবি রোড টূ সোয়াত
নিদ্রা হীন রেখেছিল বেশ কিছু রাত
অনুপমা রমনীর অভিনয় নাচে
কেঁপেছে তরুণ মন আজো মনে আছে
...
বদলে যাওয়া সময়ের রক্ত মাখা দাগে
সোয়াত নদীর তীরে তালেবান জাগে
পবিত্র ধর্মের নামে নাংগা তরবারী
অর্হনিশ খুঁজে ফেরে অসহায় নারী
বিদ্যাতে অনাস্হা তার প্রগতিতে ভয়
মানেনা নারীরা মানে মা`র ই পরাজয়
অন্ধ স্হবির তারা বিবেকেতে তালা
খুলে দিতে চায় তারে কিশোরী মালালা
সন্ত্রাস রক্তপাত তবু ভয় নাই
একাকী লড়াই করে ইউসুফ জাই
নিজের মদত পুষট এই তালেবান
এখন ডরায় তারে পাক পাকিস্তান
দীর্ঘকাল জট বাঁধা হৃদয়ের জ্বালা
পারবে কি মুছে দিতে বালিকা মালালা?
মনে তাকে রাখবেই প্রকৃতি সময়
ইতিহাসে মালালা`র নেই পরাজয়
আলো এসে ধরা দেবে আঁধারের শেষে
সৌভাগ্য আমাদের থাকি বঙ্গদেশে।
বাংলাদেশ সময় ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২