ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

মুক্তমত

ধর্ষকদের বিচার হোক প্রকাশ্যে

শারমীনা ইসলাম, লাইফস্টাইল এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৩
ধর্ষকদের বিচার হোক প্রকাশ্যে

নারী একজন মা, এক বোন কারও বা প্রেমিকা। এইতো সম্পর্ক না পুরুষের সঙ্গে ? যেখানে থাকে শুধু ভালোবাসা নির্ভরতা আর নিরাপত্তা।



তাই যদি হয়, তবে কারা এই ধর্ষক? ওদের কোনো পরিচয় নেই। তারা কারও ভাই বা সন্তান হতে পারে না।
টাঙ্গাইল বা মানিকগঞ্জে কি দেখছি আমরা? এভাবে আর কতোদিন নির্যাতিতা হতে হবে আমাদের মেয়েদের।
কবে সচেতন হবো আমরা, শ্রদ্ধা করতে শিখবো রাস্তায় দাঁড়িয়ে থাকা মেয়েটির।

সেই ধর্ষকদের কেন একবারও মনে হয় না, তার প্রিয় বোনটির সঙ্গেও হতে পারে এমন কোনো অত্যাচার?

ক্যালেন্ডারের পাতা উল্টে আমরা নতুন বছরকে বরণ করে নিয়েছি নতুন স্বপ্ন পুরণের জন্য। এখন সময় এগিয়ে যাওয়ার যেখানে প্রতিটি ঘরের কাজ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস আদালত, পোশাক, শিল্প কারখানায় পুরুষের সঙ্গে তাল মিলিয়ে আত্মবিশ্বাস নিয়ে কাজ করছে নারী। সংসারে আর জাতীয় অর্থনীতিতে সমানভাবে অবদান রাখছি আমরা, সেই নারীর প্রতি এতো সহিংসতা-নির্যাতন কেন?

যে দেশের প্রধানমন্ত্রী-বিরোধী দলীয় নেত্রী নারী সে দেশে আজ ২০১৩ সালে এসেও মধ্যযুগীয় বর্বরতার শিকার কেন শুধু নারী?

কদিন পরপরই আমাদের দেখতে হয় পুরুষের লোভের শিকার নারী, যৌতুকের শিকার নারী, নির্যাতনের শিকার নারী, হত্যার শিকার নারী, এ আমরা কোথায় আছি?
 
এতো প্রশ্নের উত্তর কে দেবে? এই অবস্থার সমাধান কী? মাত্র কয়েকজন নরপশুর জন্য কেন আমাদের বিশ্বাস নষ্ট হবে, কেন নিরাপত্তাহীনতায় ভুগবো আমরা?

এসব নরপশুদের বিচার করা হোক প্রকাশ্যে, জনগণের সামনে, খোলা মাঠে। যেন মানবতাহীন অন্যদের মধ্যে সেই পশুপ্রবৃত্তি জেগে ওঠার আগে ভীতি কাজ করে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৩
সম্পাদনা: জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।