ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

মুক্তমত

মতিয়ারা অগ্রভাগে বাকিদের যায় দিন দুখে

এ কারণেই রুশ যাত্রা! বলছে তো তাই নিন্দুকে

অজয় দাশগুপ্ত, অতিথি লেখক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৩
এ কারণেই রুশ যাত্রা! বলছে তো তাই নিন্দুকে

তখন বিশ্ব অন্যরকম তখন অন্য চিত্র
ভারসাম্যের দুনিয়াতে রাশাই ছিল মিত্র

... কিন্তু যা যা পাওয়ার ছিল যা যা ছিল কাম্য
পাইনি তখন পাইনি যখন পাওয়ার কথা সাম্য

দেশ স্বাধীনের মূলে ছিল মহান গণতন্ত্র
কম্যুনিজম কানে দিল তখন আরেক মন্ত্র

বঙ্গবন্ধু এলেন ঘুরে বন্ধুপ্রতিম রাশিয়া
একক শাসন দিলেন তিনি সফর শেষে আসিয়া

তিনি গেলেন, রাশাও গেল রক্ত স্রোতে ভাসিয়া
গর্বাচেভের আমলে তে অস্ত গেল রাশিয়া

পুঁজিবাদের পদ লেহন মস্কো জুড়ে ফুর্তি
তারাই তখন ভাঙলো কিনা মাকর্স-লেনিনের মূর্তি

তখন থেকে রাশিয়া নেই প্রতাপশালী দু` তিনে
একনায়কই ভর করেছে বদরাগী এক পুতিনে

তাদের কাছেই কিনতে হবে মরণ সমরাস্ত্র?
কিসের তরে কাহার তরে এমন যুদ্ধ শাস্ত্র?

কাহার সাথে যুদ্ধ হবে কাহার সাথে লড়াই
বর্ডার জুড়ে মরছে মানুয বলতে ও তা ডরাই

শরণার্থী চাপিয়ে দিয়ে দিব্যি আছে মিয়ানমার
তাদের সাথে করব লড়াই? নাকি দেব পগারপাড়?

কাঁদব নাকি ভীষন জোরে উঠতে হবে হাসিয়া?
আমেরিকা ফেলে এখন ভর করেছে রাশিয়া

মতিয়ারা অগ্রভাগে বাকিদের যায় দিন দুখে
এ কারণেই রুশ যাত্রা? বলছে তো তাই নিন্দুকে

বাংলাদেশ সময় ১০১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।