ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

মুক্তমত

গুজব বাংলা FM রেডিও

শাখাওয়াৎ নয়ন, কন্ট্রিবিউটিং এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৩
গুজব বাংলা FM রেডিও

গুজব বাংলা FM রেডিওতে গুজব তৈরিতে পারদর্শী কিছু লোক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বেশ কিছু দরখাস্ত জমা পড়েছে।

গুজব বাংলা FM রেডিওর কর্তা ব্যক্তিরা তাদের মধ্যে থেকে শর্ট লিস্ট করে অল্প কিছু তরুণ মেধাবীদের ইন্টারভিউর জন্য ডাকলেন।   ইন্টারভিউর দিন প্রথম জনকে ইন্টারভিউ বোর্ডে ডাকা হল।
-গুজব বিষয়ে আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা আছে?
-জি স্যার।  

-কি ধরনের?
-গুজব রটিয়ে প্রেমিকার বিয়ে ভেঙ্গে দিয়েছি পরপর তিনবার।

-এ আর এমন কি? এটা পেশাদার অভিজ্ঞতা নয়।

-আপনি কোনো দলের ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন?
-হ্যা স্যার। প্রথম দিকে বাম সংগঠন করতাম। চাত্রশিবিরের হাতে বেধড়ক মার খেয়ে পরবর্তীতে চাত্রলীগে যোগ দিয়েছিলাম।    

- আপনি আসতে পারেন।

দ্বিতীয় প্রার্থীকে ডাকা হলো। কিন্তু প্রার্থী বাথরুমে গিয়ে বসে আছেন। একটু দেরি করে ইন্টারভিউ রুমে ঢুকলেন।
-কি ব্যাপার? আপনি তো চাকরি শুরুর আগেই লেইট।

-না স্যার। ওয়েটিং রুমে মারামারি লাগছে তো, তাই আসতে দেরি হয়েছে।

বোর্ডের সবাই এক সাথে হো হো করে হেসে দিলেন। হাসতে হাসতেই এক কর্মকর্তা জিজ্ঞেস করলেন-
-গুজব তৈরিতে আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা আছে?
-জি স্যার।

-কি অভিজ্ঞতা?
-ভেড়ামারা চাত্রদলের সহকারী প্রচার সম্পাদক ছিলাম।
-ও আচ্ছা। এই জন্যই...।

-সরি স্যার বুঝতে পারলাম না।

-ওয়েটিং রুমে ক্যামেরা লাগানো আছে। আমরা এখান থেকেই দেখতে পাচ্ছিলাম, আপনারা কে কি করছেন? আপনি আসতে পারেন।

এবার তৃতীয় ব্যক্তিকে ডাকা হোলো। মৌলভি ধরনের চেহারা এবং জামাকাপড় পরিহিত তৃতীয় ব্যক্তি একটু চিন্তিত মুখে ঢুকলেন।

-আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন?
-ভাবছিলাম, গুজব বিষয়ে আমাদের ধর্মে কি কি বলা হয়েছে?

ইন্টারভিউ বোর্ডের কর্তারা একে অপরের দিকে মুখ চাওয়া চাওয়ি করলেন। একজন একটু বুদ্ধিজীবী চিন্তাবিদের ভাব নিয়ে জিজ্ঞেস করলেনঃ
-আচ্ছা, গুজব আর অলৌকিকতার মধ্যে পার্থক্য কি?  
-গুজব শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। কারণ গুজবের ব্যাখ্যা আছে। কিন্তু অলৌকিকতার কোনো ব্যাখ্যা নাই। গুজব সৃষ্টি করে মানুষ। আর অলৌকিকতা সৃষ্টি করেন মহান সৃষ্টিকর্তা। ইহা ব্যাখ্যাতীত।
-ভালো উত্তর দিয়েছেন।

-গুজব বাংলা রেডিওর জন্য আপনি কি ধরনের গুজব তৈরি করা উচিত বলে মনে করেন?
-অচেতন অশিক্ষিত মানুষের কাছে অন্ধকারময় গভীর রাতে এমন ধরনের গুজব ছাড়তে হবে যাতে মানুষ দিশাহারা হয়ে যায়। উত্তর আধুনিক ধরনের গুজব বানাতে হবে। গুজবকে অলৌকিকতার কাছাকাছি নিয়ে যেতে হবে।

-হু। আপনি কোথায় পড়াশুনা করেছেন?
-ছাগল নাইয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট করেছি। পরবর্তীতে গুজব স্টাডিজ-এ মাস্টার্স করেছি ফাঁকা বিশ্ববিদ্যালয় থেকে।

-চমৎকার। চমৎকার। তা গুজবের ক্ষেত্রে আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা আছে?
-হ্যা আছে।

-কোথায়? কি ধরনের কাজ করেছেন?
-আমি গত দেড় বছর যাবত চাত্র শিবিরের গুজব শাখা’র সহসভাপতির দায়িত্ব পালন করছি। সাঈদীকে চাঁদে পাঠানো গুজবটির ধারণা আমার। আরো বেশ কিছু কাজ পাইপলাইনে আছে। আস্তে আস্তে সবই জানতে পারবেন। এখন বলা যাবে না। সংগঠনের নিষেধ আছে।    

লেখকঃ ব্লগার, ঔপন্যাসিক, পিএইচডিরত গবেষক। ইউনিভার্সিটি অফ নিউক্যাসল, অস্ট্রেলিয়া।
 
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।