ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

মুক্তমত

১০টি ব্লগ ব্ল্যাকআউট

শেরিফ আল শায়ার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৩
১০টি ব্লগ ব্ল্যাকআউট

ঢাকা: ব্লগারদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১০ টি ব্লগ ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে।

সম্মিলিতভাবে এই প্রতিবাদ জানাচ্ছে আমার ব্লগ, সচলায়তন, মুক্তমনা, মুক্তাঙ্গন, নাগরিক ব্লগ, আমরা বন্ধু, চতুর্মাত্রিক, ক্যাডেট কলেজ ব্লগ, সরব এবং ইস্টিশন।



ব্লগগুলোর মডারেটরদের পক্ষ থেকে বলা হয়, সরকার মুক্তচিন্তার উপর আঘাত করতেই  এবং হেফাজতে ইসলামকে খুশি করতেই ব্লগারদের গ্রেফতার করছে। এমনকি সুস্পষ্ট অভিযোগ ছাড়াই ব্লগারদের উপর হুমকি আসছে।

শুধু তাই নয়, সরকার কাদের সঙ্গে বসে ৮৪ জনের তালিকা তৈরি করেছে সে বিষয়েও কিছু স্পষ্ট করেনি। এই তালিকা প্রকাশের পর থেকে ব্লগাররা নিরাপত্তাহীনতায় পড়েছেন। এর প্রতিবাদেই অনির্দিষ্ট সময়ের জন্য ব্ল্যাক আউট হচ্ছে ১০টি ব্লগ।

উল্লেখ্য, ২ মার্চ ভোররাতে রাজধানীর পলাশী, ইন্দিরা রোড ও মনিপুরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজন ব্লগারকে আটক করা হয়। সর্বশেষ ৩ মার্চ আটক করা হয় আরও একজন ব্লগারকে। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে সর্বশেষ বলেছেন, আরও কয়েকজন ব্লগারকে গ্রেফতার করা হবে।

বাংলাদেশ সময় ১২৩১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৩
এমএমকে/জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।