ঢাকা: বাংলানিউজে প্রকাশিত খবরের সূত্র ধরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মতারিখ সংশোধন করলো উইকিপিডিয়া।
অগ্রগামী পাঠকের একমাত্র অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কমে শনিবার সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে প্রকাশ হয় ‘নজরুলের জন্মতারিখ বিতর্ক, উইকিপিডিয়ার সংশোধন চাই’ শীর্ষক লেখা।
সে লেখায় বলা হয়, নজরুলের জন্মতারিখ ভুল (২৪ মে) লেখা আছে উইকিপিডিয়ায়। বিষয়টি নজরুল ভক্ত ও সচেতন পাঠকদের বিভ্রান্ত করছে।
এ খবর প্রকাশের ঘণ্টা দু’য়েকের মাথায় দেখা যায়, উইকিপিডিয়ায় ভুল সংশোধন করে নজরুলের জন্মতারিখ ২৫ মে লেখা হয়েছে।
আর এর মাধ্যমে অবসান হয় নজরুলের জন্মতারিখ নিয়ে উইকিপিডিয়ায় তৈরি হওয়া বিতর্কের।
লেখক: যোগাযোগ ও গণমাধ্যম শিক্ষা বিভাগ,
ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা), ঢাকা
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মে ২৫, ২০১৩