ঢাকা: নিরাপত্তা তল্লাশির নামে বুধবার রাত সাড়ে নয়টায় পুলিশের যে অনৈতিক ও অসভ্য আচরণের শিকার হয়েছি তাতে আমি বিব্রত। নতুন বাজার আমেরিকান দূতাবাসের কাছে একটি অফিসে কাজ করি।
কানাডার হাইকমিশন অতিক্রম করে গুলশান লেকের কাছে পৌঁছতেই পুলিশ রিকশা থামিয়ে আমাকে নামতে বলে। আমি নামার পর প্রথমে আবার হাত ব্যাগ পরীক্ষার করে। এরপর রবিউল নামধারী একজন সদস্য আমার নিতম্বে ও কোমরে হাত দেয়।
আমি প্রতিবাদ করা মাত্রই তিনি বলেন, পুলিশের তল্লাশি চালানোর অধিকার আছে। তিনি দাবি করেন, তিনি আরো খারাপভাবে প্রয়োজনে সারারাত ধরে তল্লাশি চালাতে পারেন।
তিনি আমাকে প্রশ্ন করেন, এত রাতে অফিস কিসের? শারীরিক ব্যবসা করি কিনা?
লজ্জা, ঘৃণা ও অপমানে আমার মাথা হেট হয়ে যায়। ছি, কী অসভ্য আমরা?
আজ বাসে করে মোহাম্মদপুরের বাসা থেকে অফিসে এসেছি। গতরাতে পুলিশের ওই আচরণের কথা কিছুতেই ভুলতে পারছি না। এই অসভ্য লোকগুলো কীভাবে পুলিশে আসে? আমরা নারীরা কি কোথাও নিরাপদ নই?
নাম প্রকাশে অনিচ্ছুক
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৩
আরআর