ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

মুক্তমত

ক্রিকেটের স্বার্থে সাকিবের শাস্তি শিথিল করা উচিত

আহমদ আল হুসাইন, অতিথি লেখক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
ক্রিকেটের স্বার্থে সাকিবের শাস্তি শিথিল করা উচিত সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট মানে সাকিব। সাকিব আল হাসান।

বিশ্বসেরা আল রাউন্ডার আমাদের এই সাকিব। খেলার মাঠে তিনি এক অখণ্ড বাংলাদেশ। লাল সবুজের প্রতিনিধি।
 
বাংলাদেশের সবচেয়ে ভালো একজন ক্রিকেটার সাকিব। লাল সবুজের বাংলাদেশকে পৃথিবীর বুকে উজ্জ্বল করে তুলে ধরা ক্রিকেট তারকা তিনি। আইসিসির ৠাঙ্কিংয়ের শীর্ষে যাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার সাকিব-ই। দেশের ক্রিকেটের সীমানা পেরিয়ে এক সাকিবই বাংলাদেশের প্রতিনিধি হয়ে খেলেছেন ইংলিশ কাউন্টি ক্রিকেট থেকে শুরু করে প্রায় সব বড় বড় বিদেশি ঘরোয়া ক্রিকেট আসরে। ব্যাট আর বলের কারুকাজে তিনি নিখুঁতভাবে তুলে ধরেছেন বাংলাদেশকে।

ক্লাসের ভালো ছাত্রটা একটু বেয়াদবি করেই থাকে। সে জন্য কি শিক্ষক তাকে ক্লাস থেকে কয়েক মাসের জন্য সাসপেন্ড করেন? না । মাথায় হাত দিয়ে বুঝিয়ে তাকে ভালো হয়ার পরামর্শ দেন। কিন্তু শিক্ষক যদি কঠোর থেকে কঠোরতর শাস্তি দেন তাহলে সেই ছাত্রটি হয় তো আরও বেশি বেয়াদব হয়ে যায়। সাকিবের যে কোন রকমের বেয়াদবি বা অসদাচরণ মোটেও কাম্য বা গ্রহণযোগ্য নয়। তার অপরাধের জন্য বিসিবি  শাস্তি দিতেই পারে। আর শাস্তি দেওয়ার উদ্দেশ্য, সে যেন নিজেকে শুধরে নিতে পারে।
 
গত কয়েক মাস ধরে যে কর্মকাণ্ডগুলো সাকিব করে আসছেন তার ভালোর জন্যই তার শাস্তি পাওয়াটা দরকার ছিল। তাই বলে এত বড় শাস্তি! আগামী ছয় মাসের জন্য ঘরোয়া ও দেড় বছরের জন্য আন্তর্জাতিক সব ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট থেকে সাকিবকে নিষিদ্ধ করা হয়েছে। এই শাস্তিতে কি সাকিব শৃঙ্খলা শিখে যাবেন? তার আচার-আচরণের উন্নতি হবে? হয় তো কিছুটা উন্নতি হবেই। কিন্তু ছয় মাস না খেললে সাকিবের ফিটনেস কি ঠিক থাকবে? সাকিব এখন যে ফর্মে আছেন ছয় মাস পর কি সাকিব এই ফর্মে থাকতে পারবেন? এতে কার ক্ষতি হবে? সাকিবের না বাংলাদেশের ক্রিকেটের?
 
আগামী বছর বিশ্বকাপ ক্রিকেট, তার আগে আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরসহ আছে আরও কয়েকটি সিরিজ। দেশের ক্রিকেটের কথা মাথায় রেখে শাস্তি দেওয়ার ব্যাপারে আরেকটু কি কৌশলী হতে পারত না বিসিবি! হয় তো পারতো কিংবা বিসিবি এই ব্যাপারে ব্যর্থ হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডটা যারা চালান তারাও কি সঠিকভাবে  শৃঙখলা মানেন?
 
বছর বছর তো আর সাকিব আল হাসান তৈরি হন না। সাকিবের ভুল হতেই পারে। ৬ মাস ক্রিকেট থেকে নিষিদ্ধ না করে তাকে অন্যভাবে শাস্তি দেওয়া যেত। সাকিব হলেন বাংলাদেশের ক্রিকেটের সম্পদ। আমাদের ক্রিকেটের গৌরব। ম্যাচ নিষিদ্ধ করে, টাকা জরিমানা করে বা সাকিবকে অন্যভাবে সাজা দিয়ে মাঠে অন্তত প্রাকটিসের সুযোগ করে দেওয়া হোক।
 
আহমদ আল হুসাইন: শিক্ষার্থী, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।