নয়টা-পাঁচটা অফিস করি
একই পদে গড়াগড়ি
উনিশ বছর জড়াজড়ি
ডিজিটাল বাংলাদেশ গড়ি।
পাবলিক বাসে ঘুরি ফিরি
তবুও সুখ করি ফেরি
জিকির আজকার সদাই করি
নিয়ম মেনে কড়াকড়ি।
পেছন পেছন বাক্য ব্যয়
দ্যাখ সরকারি চাকর যায়
যা পায় তা লুটে-পুটে খায়।
পেটতো আমার চলে না
ধার-দেনা আমায় ছাড়ে না।
মধ্য-মাসে পকেট হাসে
পাওনাদারে নিত্য আসে।
উন্মাদ বৈ আমি আর— কিছু না
উপরি-টুপরি'র ধার ধারি না।
নীতিবাগীশ, বাক্যবাগীশ
সবাই বলে আমি খবিশ।
ইহকালের হিসাবকিতাব খোঁজ রাখি না।
আর পারি না বাঁচতে চাই
কামাই-রুজি করতে চাই।
বিবেক তুমি যতই ধরো
লাথি তোমায় মারবো সরো।
বোধ-বুদ্ধির দিব বলি
তখন শুধুই জল-কেলি।
অর্থকড়ির সাথে হবে নিত্য রতি
বিদায় তোমায় দেব সতী
তখন আমি মহারথী।
একটু-আধটু এধার করি, ওধার করি
তাও কি পারি বলিহারি?
হলো না ভাই, হলো না
আড়ি দেয়া হলো না।
বিবেক আমায় তাড়া করে
দিনকে দিন আরও নড়বড়ে।
বউসহ তাই সবাই বলে,
আমি নিছক নস্যি।
চিরকাল তাই রয়ে গেলাম,
তৃতীয় শ্রেণীর এক অপুষ্যি।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪