ফিরোজা বেগম নজরুল সঙ্গীত সাধনার প্রতিকৃত। তাঁর কণ্ঠে নজরুলের গান বাঙালি জাতিসত্তার সবটুকু জায়গায় গভীরভাবে ছড়িয়েছে।
তিনি পরিণত বয়সেই মৃত্যৃকে বরণ করেছেন। তারপরও তাঁর চলে যাওয়া দেশ ও জাতির জন্য গভীর শোকের। এবং অপূরণীয় ক্ষতির। তিনি নেই, এই শূন্যতা মেনে নেওয়াও কঠিন।
কোন কোন মানুষ তাঁর নিজ সংস্কৃতির জগৎকে আলোকিত করেন অসাধারণ মেধা ও সাধনায়। ফিরোজা বেগম মেধা ও সাধনার শিল্পী। নজরুল সঙ্গীতের জগতে ফিরোজা বেগমের অবদান ও গায়কী বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মের জন্য গবেষণার বিষয় হতে পারে। নতুন প্রজন্মের শিল্পীদের অনুকরণের বিষয়ও হতে পারে। যার মাধ্যমে তিনি বেঁচে থাকবেন আগামী দিনের মানুষের কাছে ।
তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি।
লেখক : কথাসাহিত্যিক
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪