ঢাকা, সোমবার, ২৫ কার্তিক ১৪৩১, ১১ নভেম্বর ২০২৪, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তমত

মন্ত্রির বিয়ে ।। সাইফুল্লাহ মাহমুদ দুলাল

ছড়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৪
মন্ত্রির বিয়ে ।। সাইফুল্লাহ মাহমুদ দুলাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজ্য জুড়ে বাদ্য বাজে, বুড়ো মন্ত্রি বিয়ে,
বর ও কনের গাঁয়ে হলুদ মরিচ বাটা দিয়ে!
রসিকতায় মুচকি হেসে বর সেজেছেন যিনি,
চির কুমার সেই সমিতির সভাপতি তিনি!

হঠাৎ করেই মুগ্ধ হলেন রূপকুমারীর পিরিতে।
বিয়ের আবার বয়স কিসের, তাই বসছেন পিঁড়িতে,
মন পিরিতির মহাগিট্টু পারবেনা কেউ ছিঁড়িতে।


সব শালীদের ধাক্কা খেয়ে পড়ে গেছেন সিঁড়িতে।

গয়না গাটি কত কিছু— আলতা ফিতা আয়না,
তবু বঁধুর মন ভরে না, ধরছে ভীষণ বায়না
শশুড় বাড়ি কু ঝিক ঝিক, কু ঝিক ঝিক করে,
পালকিতে নয়; তাই যাবে আজ রেলগাড়িতে চড়ে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।