ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

মুক্তমত

তবু প্রত্যাশা- আলোয় ভরে উঠুক রুমানার বিশ্ব

সুমি খান, অতিথি কলামিস্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুন ২১, ২০১১
তবু প্রত্যাশা- আলোয় ভরে উঠুক রুমানার বিশ্ব

ঢাকা: দেশে ফিরেছেন রুমানা মনজুর। যার সামনে সব অন্ধকার।

সন্তানের পবিত্র মুখ টি কি আর কখনো দেখতে পাবেন না রুমানা?

ছোট্ট আনুশাহর কাছে ‘বাবা’ ও সংজ্ঞা কি? সে কি মূর্তিমান আতংক? বাবা দিবস চলে গেলো। আমি সারাক্ষণ ভাবছিলাম চারিদিকে কতো হশীল বাবা আছেন। আমি অনেক বাবাকে চিনি- যারা মাতৃহারা সন্তানের কাছে বাবা-মা দু’জনের দায়িত্বই পালন করেন। সবার মাঝে থেকেও আনুশাহ বড়ো নিঃসঙ্গ-অসহায়। তার বাবা হাসান সাইদ সুমন এমন ই একজন বাবা-মা দু’জনের দায়িত্ব পালনের বিপরীত অবস্থানে যার বসবাস। দৃষ্টিহীনতার কারণে শিক্ষাগত এবং পেশাগত জীবনে সফলতা না পেয়ে চরম হীনমন্যতায় ছিলেন যে সাইদ। তার মিথ্যাচার আর প্রতিহিংসার বর্বর আক্রমন রক্তাক্ত করেছে আনুশাহর  মা রুমানা মনজুরকে। যার উদ্দেশ্য ছিল আনুশাহকে মাতৃহীন করা।

জীবন অনেক সময় কোন যুক্তি তর্কই মানে না। রুমানা যেন এমনই যন্ত্রণার প্রহর কাটাচ্ছেন। আরো দু’মাস তাকে অপেক্ষা করতে হবে আলোর প্রতীক্ষায়।

ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া ভ্যানক্যুভার ক্যাম্পাসে রাষ্ট্রবিজ্ঞানে  তকোত্তর ডিগ্রি নিচ্ছিলেন রুমানা। অক্টোবরে থিসিস জমা দেবার জন্য কাজ করছিলেন।

সাইদের এ অন্যায় আর বর্বরতার বিরুদ্ধে সবচেয়ে বড়ো প্রতিবাদ হবে এই থিসিস তৈরি করার মধ্যে দিয়ে। রুমানা চোখে না দেখলে থিসিস করবেন কিভাবে? আমরা আশাবাদী তাকে সহযোগিতা করবেন তার সহকর্মী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
এই বিশ্ববিদ্যালয় থেকে রুমানার  সাথে যারা থাকতেন এমন ২০ সহপাঠী এবং  ভারপ্রাপ্ত প্রধান রুমানাকে সহানুভ’তিশীল বুদ্ধিমতি ও নিষ্ঠাবান হিসেবে মূল্যায়ন করে সাইদের অভিযোগের তীব্র প্রতিবাদ করেছেন।

ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোলের এমিরেটাস প্রফেসর ও সেন্ট জোন্স কলেজের ভারপ্রাপ্ত প্রধান ড.ওল্যান্ড স্লেমেকার বলেছেন,“ কানাডায় রুমানা আসার পর থেকে আমরা যারা তার সাথে ছিলাম সবাই এই অভিযোগের ঘোর আপত্তি জানাচ্ছি।

তিনি বলেন, যোগ্যতার বিচারে প্রত্যেকেই বিশেষায়িত গবেষণা কর্মে যুক্ত রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, গবেষণাগার, মিউজিয়ামেও তাদের প্রবেশাধিকার রয়েছে। তারা প্রত্যেকেই পরিপক্ক, স্বতন্ত্র- এ বিষয়ে আমার পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে।

নরওয়ের আলেক্সান্দ্রে বাওয়ের ওয়েস্টবিয়ে বলেন, ‘আমি প্রমাণ করতে পারবো, তার বিরুদ্ধে স্বামী যে অভিযোগ এনেছেন এর পুরোটাই মিথ্যে এবং এটি রুমানার সুখ্যাতি নষ্ট করার অপচেষ্টা মাত্র। ’

তুরস্কের ইলসেন সিনে বলেন, ‘ইসলামী মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে তিনি শুধু মাথাই ঢেকে রাখতেন তা না, সবসময় মেয়ে বন্ধুদের সঙ্গেই তিনি থাকতেন। ’
 
বেলজিয়ামের বিক জোহানা ম্যাগডেলেন প্রিমাভেরা বলেন, ‘আমি ও রুমানা প্রায়ই একসঙ্গে সময় কাটাতাম। সকালের নাস্তা ও রাতের খাবারের পাশাপাশি মাঝে মাঝে দুপুরের খাবারও একসঙ্গে খেতাম আমরা।

এমন অমানবিক বর্বর হাসান সাইদের  সাথে এগারো বছরের দাম্পত্য জীবন কী করে কাটালেন রুমানা?

চিকিৎসাবিজ্ঞানীরা বলেন, সন্দেহবাতিকতা এক ধরণের রোগ। যার ভয়াবহতা বড়ো আত্মঘাতী।
 
বাবা মেজর মনজুরের হাত ধরে রক্তাক্ত রুমানা দেশ ছেড়েছিলেন ১৪ জুন। ২০ জুন বিকেলে ফিরলেন। ২১ জুন ভোরে সাংবাদিকদের সামনে হাজির হয়ে নিজের কথাগুলোও আর গুছিয়ে বলতে পারলেন না রুমানা। কাঁদলেন বাবা মনজুরও।

ক্ষত বিক্ষত চোখের ভেতরের যে অবস্থা এই মুহুর্তে ভালো হবার কোন সম্ভাবনা দেখছেন না ডাক্তাররা।

তবু শুধু বলি চোখের জল মুছে ফেলুন রুমানা। মেজর মনজুর এক অসহায় বাবা। সাবেক সেনা কর্মকর্তা এ বাবাকে বলি আপনার চোখে জল মানায় না। অন্যায়কারী কাঁদবে অনন্ত প্রহর। আপনাদের সাথে আমরা আছি। আমরা সংখ্যায় অনেক। রুমানা, আপনি আর আনুশাহ-আপনারা একা নন। দেশ আর বিশ্বেও সকল শুভশক্তি আপনাদেও সাথে আছে। সামনে এগিয়ে যেতে হবে সতর্কতার সাথে। এই র্ববর পাপাচারী মিথ্যাচারীদের প্রতিরোধ করতেই হবে। সাইদের যেন পুনর্জন্ম না হয়।   প্রতিটি ঘরে সচেতনতা সৃষ্টি করতে হবে। সুস্থ সমাজ গড়ে তুলতে এক হতে হবে সকল শুভশক্তিকে।

বাংলাদেশ সময় ১৯০৯ ঘণ্টা, জুন ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।