ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

মুক্তমত

বাংলানিউজ সারাক্ষণের সংবাদ সঙ্গী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
বাংলানিউজ সারাক্ষণের সংবাদ সঙ্গী

প্রিয় পাঠক ঈদের ছুটিতে আপনারা বাংলানিউজকে পাশে পেয়েছেন। থেকেছেন সারাক্ষণের জন্য আপডেটেড।

প্রতি মূহূর্তে পাওয়া সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করেছেন বাংলানিউজের কর্মীরা।

এটাই বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

প্রকৃত পক্ষে দেশের একমাত্র সংবাদমাধ্যম যেটি ২৪/৭ সংবাদ পৌঁছে দেয় পাঠকের কাছে। আর তা বছরের ৩৬৫ দিন। সকল দিনই সমান গতিতে।

তিনটি ভিন্ন পদ্ধতিতে বাংলানিউজ খবর পরিবেশন করছে। প্রধানতঃ এর অনলাইন নিউজ পোর্টালে মিনিটে মিনিটে নতুন নতুন খবর পরিবেশন করে। দ্বিতীয়তঃ মোবাইল ফোনে এসএমএস টেক্সট পৌঁছে দিয়ে। আর তৃতীয়তঃ ভয়েস মেসেস পাঠিয়ে। সবগুলো প্রধান টেলকোর সঙ্গেই রয়েছে বাংলানিউজের এই সার্ভিস।

অনলাইনে যারা ছিলেন তারা দেখেছেন বাংলানিউজ কতটা দ্রুত, কতটা নির্ভুল ও কতটা প্রয়োজনীয় তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে।

ফেসবুক টুইটারে যারা বাংলানিউজের ফ্যান তারাও পেয়েছেন গুরুত্বপূর্ণ খবরের পোস্টগুলো অতি দ্রুততায়।

বাংলানিউজ অ্যান্ড্রয়েড ও অাইওএস অ্যাপস চালু রয়েছে যা এই তথ্য পাওয়া করে দিয়েছিলো আরও সহজ।

ফলে টানা ৯দিনের ছুটিতে সবাই ছিলেন সার্বক্ষণিক সংবাদের মাঝে। দুইদিন বা তিন দিন আগে আপনারা যা বাংলানিউজ থেকে জেনেছেন সেগুলোই আজ হয়তো সংবাদ করে এনেছে অনেক সংবাদ মাধ্যম। যা এখন বাসি।

এভাবেই বাংলানিউজ আপনাদের পাশে থেকেছে, থাকছে আর থাকবে।

বাংলানিউজ হয়ে থাকুক আপনার সংবাদ ও বিনোদনে সারাক্ষণের সঙ্গী।

বাংলাদেশ সময় ১১১৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।