ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

মুক্তমত

জয়-যাত্রায় বাংলাদেশ

নবেন্দু সাহা জয়, অতিথি লেখক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
জয়-যাত্রায় বাংলাদেশ সজীব ওয়াজেদ জয়

১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর বিপর্যস্ত বাংলাদেশ পুনর্গঠনের কাজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে শুরু হয়। কিন্তু বিজয়ের মাত্র সাড়ে চার বছরের মাথায় জাতির পিতাকে বলতে গেলে সপরিবারে হত্যা করা হয়, সেই সাথে বঙ্গবন্ধুর আস্থাভাজন নেতৃত্বকেও জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে নির্মম বুলেটের আঘাতে শেষ করে দেওয়া হয়।

পঁচাত্তরের পনেরো আগস্টের পর থেকেই মূলত উল্টোপথে যাত্রা শুরু হয় আজকের বাংলাদেশের। আমরা একের পর এক মিলিটারি ক্যু প্রত্যক্ষ করে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে লিপ্ত থাকলেও যোগ্য নেতৃত্বের অভাবে হায়েনাদের কবল থেকে রক্ষা পাচ্ছিলাম না। এদিকে ভাগ্যগুণে বেঁচে যাওয়া জাতির জনকের দুই কন্যার উদ্বাস্তু জীবন ছিলো অনিশ্চয়তার। শেখ হাসিনার দুই সন্তান তখন খুব ছোট। অনেক কষ্টে সেই সময়টা পাড়ি দিয়ে আজকের অবস্থানে এসে পৌঁছেছেন শেখ হাসিনা ও তার পরিবার। একটা সময় হয়তো ভাবাটাই দুঃসাধ্য ছিলো যে ব্যক্তি শেখ হাসিনা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসবেন, নেতৃত্ব দেবেন দেশ ও দলকে, অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন দেশের আপামর জনতাকে। দেশের মানুষ প্রস্তুত ছিলো না ভিন্ন নেতৃত্ব মেনে নিতে। শেখ মুজিবের কন্যা জনতার দাবির পরিপ্রেক্ষিতেই দেশ ও দলের হাল ধরেন। যোগ্যতার সাথে দেশীয় নেতা থেকে আন্তর্জাতিক নেতায় পরিণত হন, হয়ে যান বিশ্ব মানবতার আইকন, মাদার অব হিউম্যানিটি!

বর্তমান সময়ে চারদিকে গুঞ্জন, শেখ হাসিনার পরে কে? কে নেতৃত্ব দিতে যাচ্ছেন স্বাধীনতার ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগকে! এই প্রশ্নের কোনো নিশ্চিত উত্তর কারো জানা নেই। তবু আওয়ামী লীগের সবাই মনেপ্রাণে সজীব ওয়াজেদ জয়কেই তাদের পরবর্তী নেতা হিসেবে গ্রহণ করেছেন। এখানে অনেকেই পরিবারতন্ত্রের প্রশ্ন উত্থাপন করতে পারেন, কিন্তু বাস্তবতার নিরিখে এর বিকল্প কিন্তু কারো হাতে নেই। বাস্তবতা মেনে নিয়েই আমাদের চাওয়াটা থাকা উচিত এই নেতৃত্ব যেনো শিক্ষিত, যোগ্য, দক্ষ কোনো দেশপ্রেমিকের হাতে যায়। আর এক্ষেত্রে বর্তমানে নিঃসন্দেহে এগিয়ে আছেন সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা, ডিজিটাল বাংলাদেশের রূপকার এই বিশ্বনেতা মেধা এবং মননে বিশ্ববাসীর কাছে এক অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর সুবাদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সজীব ওয়াজেদ জয়কে ২৫০ বিশ্ব ইয়ং নেতার একজন হিসেবে নির্বাচিত করেছে।

সজীব ওয়াজেদ জয় সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ততার চাইতেও বেশি গুরুত্ব দিয়েছেন তরুণ জনগোষ্ঠীর মাঝে রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা, তাদের মনন বোঝা এবং সে অনুযায়ী কাজ করা। তরুণ জনগোষ্ঠীর সঙ্গে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন সজীব ওয়াজেদ জয়। তিনি সর্বপ্রথম বাংলাদেশে এক ব্যতিক্রমধর্মী কাজ হাতে নেন। দেশ গঠনে তরুণদের মতামত, পরামর্শ শুনতে তিনিই প্রথম তরুণদের সঙ্গে সরাসরি আলোচনায় বসেন। তাদের কথা শুনে সেই অনুযায়ী দেশ গঠনের পথে পা বাড়ান। আবার তরুণরাও প্রথমবারের মতো দেশের শীর্ষ কোনো ব্যক্তির সঙ্গে এভাবে আলোচনার সুযোগ পান। সজীব ওয়াজেদ জয় তরুণদের বোঝাতে শুরু করেন যে রাজনীতি কোনো একক ব্যক্তি কিংবা দলের জন্য নয়, রাজনীতি দেশের সামগ্রিক উন্নয়নের জন্যই। তরুণদের সঙ্গে তার প্রথম কোনো আলোচনা সভা হয় যখন তিনি ‘সুচিন্তা’ নামের সংগঠনের মাধ্যমে সরাসরি তরুণদের কাছে উপস্থাপিত হন। পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারম্যান হিসেবে তরুণদের দেশ পরিচালনায় সম্পৃক্ত করতে তিনি বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করেন যার মধ্যে আছে ‘লেটস টক’ এবং ‘পলিসি ক্যাফে’। এ ছাড়া তিনি তরুণ উদ্যোক্তা ও নেতৃত্বকে একসঙ্গে যুক্ত করার পাশাপাশি প্রশিক্ষিত করতে তরুণদের বৃহত্তম প্লাটফর্ম ‘ইয়াং বাংলার’ সূচনা করেন।

একটা সময় ছিলো যখন ডিজিটাল বাংলাদেশ শব্দটিকে নিয়ে উপহাস করতো বিরোধী শিবির। কিন্তু আজ সেই ডিজিটাল বাংলাদেশ বাস্তব। মহাকাশে স্যাটেলাইট প্রেরণের মাধ্যমে বিশ্ব এলিট ক্লাবের সদস্য আজ বাংলাদেশ। যার পুরো কৃতিত্বই সজীব ওয়াজেদ জয়ের। সজীব ওয়াজেদ জয়ের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে ইতোমধ্যেই সিলিকন ভ্যালির বিনিয়োগ এসেছে বাংলাদেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র হওয়ার সুবাদে পরিবার থেকেই পেয়েছেন রাজনৈতিক শিক্ষা। এর ফলে স্বাধীনতার পর বাংলাদেশকে প্রথমবারের মতো নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেছেন তিনি। বাংলাদেশ এখন ২০২১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের কাতারে শামিল হতে সম্পূর্ণ প্রস্তুত। আর এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সজীব ওয়াজেদ জয়ের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব। তিনি পাঁচ ধাপে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রথমত, ই-গভার্ন্যান্স পদ্ধতি চালু করা। এ প্রক্রিয়ায় সরকারের সব কাজকর্ম ডিজিটালাইজড করা হবে। এতে সরকারের কাজকর্ম স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। সজীব ওয়াজেদ জয় গত বছরের মাঝামাঝি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে তৈরি ‘জাতীয় তথ্য বাতায়ন’ উদ্বোধন করেন। জনগণের তথ্য ও সেবা প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উদ্ভাবনী ও জনমুখী প্রশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সজীব ওয়াজেদ জয়ের ঐকান্তিক আগ্রহে চালু হয় ওই জাতীয় তথ্য বাতায়ন। এই তথ্য বাতায়ন থেকে দেশের জনগণ কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আইন, পর্যটন, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিষয়ক তথ্য পাচ্ছেন। এরই মধ্যে জয়ের পরিকল্পনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) নামের প্রকল্পটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।

দ্বিতীয় পর্যায় হচ্ছে, স্কুল-কলেজে তথ্যপ্রযুক্তি শিক্ষা। এ প্রক্রিয়ায় পাঠ্যসূচিতে তথ্যপ্রযুক্তি শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে ষষ্ঠ শ্রেণি থেকেই কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে আইটি শিক্ষা প্রাইমারি লেভেল থেকে শুরু করার উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। প্রাইমারি লেভেলে লেখা শেখানো বা হোমওয়ার্কগুলো ট্যাবের (ট্যাবলেট পিসি) মাধ্যমে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কারণ শিশুরা এগুলো খুব দ্রুত শেখে। স্বল্পমূল্যে ট্যাবলেট ও কম্পিউটার দেশে তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেন আমাদের সাধ্যের মধ্যেই প্রাথমিক শিক্ষায় আমরা এর ব্যবহার নিশ্চিত করতে পারি।

তৃতীয় পর্যায় হচ্ছে, তথ্যপ্রযুক্তিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা। ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে ডাটা সেন্টার ইন্ডাস্ট্রি বর্তমানে এখানে ব্যাপক হারে বিকাশমান। তথ্যপ্রযুক্তিভিত্তিক শিল্পকারখানা গড়ার ক্ষেত্রে যে ভিশন হাতে নিয়েছেন সজীব ওয়াজেদ জয় তা নিঃসন্দেহে এক অনুপম দৃষ্টান্ত স্থাপনে ভূমিকা রাখবে।

চতুর্থত, আইটি পার্ক গড়ে তোলা। দেশের প্রতিটি জেলায় আইটি পার্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছে সরকার। সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনা মোতাবেক ইতোমধ্যে দেশের ১২টি জেলায় আইটি পার্ক নির্মাণাধীন। যশোরে আইটি পার্ক স্থাপন করা হয়েছে, গাজীপুরের কাজ চলমান। প্রায় তিন লাখ লোকের কর্মসংস্থানে ভূমিকা রাখবে এই আইটি পার্ক। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আইটি সেক্টরের উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগ ও জেলায় হাইটেক পার্ক স্থাপন করার উদ্যোগ নিয়েছে।

পঞ্চম পর্যায়ে, ফাইবার অপটিক নেটওয়ার্ক গড়ে তোলা। তার পরামর্শেই ইন্টারনেট সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে এক হাজার ইউনিয়ন পরিষদের অপটিক্যাল ফাইবার ফোন নেটওয়ার্ক স্থাপন করার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে গ্রামেগঞ্জে ওয়াইফাই সুবিধা চলে গিয়েছে সজীব ওয়াজেদ জয়ের এই মাস্টারপ্ল্যানের কারণেই। পোস্ট-ই-সেন্টার রুরাল কমিউনিটি ও তথ্যপ্রযুক্তিনির্ভর গ্রামীণ ডাকঘর নির্মাণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হতে চলেছে। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ আন্তর্জাতিক টেরেস্ট্রিরিয়াল ক্যাবলের সঙ্গে সংযুক্ত হয়েছে। ফলে গ্রাহকরা নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারছেন। এর মধ্যেই ৫৬টি জেলা ফাইবার অপটিক সংযোগের আওতায় এসেছে। প্রতিটি ইউনিয়নে ইন্টারনেট সার্ভিস ও তথ্য সেবাকেন্দ্র চালু আছে। এগুলো থেকে প্রতি মাসে ৪০ লাখ গ্রামীণ মানুষ ই-সেবা নিচ্ছেন। ইন্টারনেটের গতি বাড়ানো ও ব্যয় কমানো হয়েছে। ইন্টারনেট গ্রাহক সংখ্যা সাত গুণ বৃদ্ধি পেয়ে প্রায় চার কোটিতে উন্নীত হয়েছে। থ্রিজি ফোরজি মোবাইল ফোন চালু হয়েছে, ফাইভ জি প্রস্তুতি চলছে। মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে আখচাষিদের আখ সরবরাহ ও বিল প্রাপ্তি, বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পরিশোধ, রেলওয়ে টিকেট ক্রয়, বিদেশ থেকে রেমিটেন্স আনয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিবন্ধন, মোবাইল মানি অর্ডার, বিভিন্ন সেবার ডেটলাইন অবহিতকরণ ইত্যাদি সেবা চালু করা হয়েছে। সরকারি দপ্তরের ই-মেইলের মাধ্যমে তথ্য আদান-প্রদান, অনলাইন আয়কর রিটার্ন দাখিল, অনলাইন ট্যাক্স ক্যালকুলেটর ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠেছে।

অবরুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জন্ম সজীব ওয়াজেদ জয়ের। বাংলাদেশের সমবয়সী সে তরুণই আজ লাখো কোটি তরুণের স্বপ্নের ক্যারাভ্যান, তারুণ্যের জয়রথ। তারুণ্যের প্রিয় নেতৃত্ব সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা বাঙালি তরুণদের মতো আমারও স্বপ্ন ও প্রত্যাশা- তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে একটি মর্যাদাশীল সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। সজীব ওয়াজেদ জয়ের সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও দিকনির্দেশনা আমাদের সামনের দিনের পথ দেখাবে। আমরা বিশ্বাস করি, একজন মাহাথির মোহাম্মদ যেমন বদলে দিয়েছেন পুরো মালয়েশিয়াকে ঠিক তেমনি বঙ্গবন্ধুর কন্যা ‘ডটার অব পিস’ খ্যাত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্রও একদিন তার শিক্ষা, মেধা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বদলে দেবেন বাংলাদেশকে।

লেখক: প্রধান সমন্বয়ক, মুক্তির গান। তরুণ রাজনীতিক ও সমাজকর্মী।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।