ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অন্যান্য খেলা

হারের বৃত্তেই শেখ জামাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
হারের বৃত্তেই শেখ জামাল ছবি: সংগৃহীত

ঢাকা: এএফসি কাপের মূল পর্বে টানা তৃতীয় হার সঙ্গী হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল মালয়েশিয়ার সেলাঙ্গরের বিপক্ষে হেরেছে ৪-৩ গোলে।



বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে মালয়েশিয়ান ক্লাবটির বিপক্ষে দু’বার এগিয়ে গিয়েও শেষ হাসি হাসতে পারেনি শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।

এর আগে সিঙ্গাপুরের ট্যাম্পাইন রোভার্সের বিপক্ষে ৪-০ গোলে আর ফিলিপাইনের সেরেস লাসালের কাছে ২-০ গোলে হেরেছিল শেখ জামাল। হারের ধারা বজায় রাখা মানিকের শিষ্যরা এ ম্যাচেই অধরা গোলের দেখা পায়।

মালয়েশিয়ার লিগ চ্যাম্পিয়ন সেলাঙ্গরের বিপক্ষে ম্যাচের ২৯তম মিনিটে লিড নেয় জামাল। দলের হয়ে প্রথম গোলটি করেন নাইজেরিয়ান স্ট্রাইকার ল্যান্ডিং দারবোয়ে। ৩৭ মিনিটের মাথায় প্যাট্রিকের গোলে সমতায় ফেরে সেলাঙ্গর।

গোপি রামাচন্দ্রনের ৫৩ মিনিটের মাথায় করা গোলে লিড নেয় অতিথিরা। তবে, ৬৫ মিনিটে আবারো গোল করেন ল্যান্ডিং। তার জোড়া গোলের সুবাদে সমতায় ফেরে জামাল। এক মিনিট পরেই দ্বিতীয়বারের মতো লিড নেয় জামাল। ওয়েডসন দলকে দ্বিতীয়বার লিড পাইয়ে দেন (৩-২)।

৬৯ মিনিটের মাথায় আবারো সমতায় ফেরে সেলাঙ্গর। আর ৮৪ মিনিটে জামালের গোলরক্ষক সোহেলের ভুলের কারণে ৪-৩ ব্যবধান করেন অতিথি স্ট্রাইকার আন্দ্রেস অলিভি।

বাকি সময় আর ম্যাচে ফেরা হয়নি জামালের। ফলে, ৪-৩ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে তারা। আগামী ১২ এপ্রিল অ্যাওয়ে ম্যাচে এই সেলাঙ্গরের বিপক্ষেই নিজেদের চতুর্থ ম্যাচে মালয়েশিয়ায় খেলবে শেখ জামাল।

দুই ম্যাচেই জয় নিয়ে ‘ই’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুরের ট্যাম্পাইন রোভার্স। টেবিলের দুইয়ে রয়েছে দুই ম্যাচের একটিতে জয় ও একটি ড্র করে ৪ পয়েন্ট পাওয়া ফিলিপাইনের সেরেস লাসালে। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে সেলাঙ্গর।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ