ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অন্যান্য খেলা

যুব মহিলা হ্যান্ডবলের ফাইনালে বিজেএমসি ও নওগা জেলা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
যুব মহিলা হ্যান্ডবলের ফাইনালে বিজেএমসি ও নওগা জেলা

ঢাকা: লোটো ৩য় জাতীয় যুব মহিলা হ্যান্ডবল (অনূর্ধ্ব-১৯) টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বিজেএমসি ও নওগা জেলা। মঙ্গলবার (২২ মার্চ) প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বিজেএমসি ২৪-৭ গোলে ফরিদপুর জেলাকে এবং দ্বিতীয় সেমিতে নওগা জেলা ১২-৬ গোলে পঞ্চগড় জেলাকে  হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।



বুধবার (২৩ মার্চ) শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বেলা সাড়ে তিনটায় শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে এ দু’টি দল।   এর আগে বেলা ২টায় তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে সেমিফাইনালে পরাজিত দুই দল ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা ও পঞ্চগড় জেলা।
 
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ফেডারেশনের প্রেসিডেন্ট এ. কে. এম. নূরুল ফজল বুলবুল।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ