ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অন্যান্য খেলা

দুবাই ওপেনে রাকিবের ড্র, রাজীবের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
দুবাই ওপেনে রাকিবের ড্র, রাজীবের হার

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠানরত ১৮তম দুবাই ওপেন দাবা ২০১৬ এর অষ্টম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর  গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ৮ খেলায় সাড়ে চার পয়েন্ট করে অর্জন করেছেন।

বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ৪ পয়েন্ট অর্জন করেছেন।

অষ্টম রাউন্ডের খেলায় রাকিব রাশিয়ার আন্তর্জাতিক মাস্টার কেন্টার এডুয়ার্ডের সাথে ড্র করেন। মিনহাজ ফিলিপাইনের তাবাদা জোবান্নির বিরুদ্ধে ওয়াক-ওভার পান এবং রাজীব ভারতের আন্তর্জাতিক মহিলা মাস্টার প্রত্যুষা বোদ্ধার কাছে হেরে যান।

নবম বা শেষ রাউন্ডের খেলায় রাকিব জর্ডানের ফিদে মাস্টার সামহুরির সাথে, মিনহাজ ভারতের হার্ষা বারাথাকটির সাথে এবং রাজীব ভারতের হেমন্ত শর্মার সাথে খেলবেন।

৩৭টি দেশের ৪৬ জন গ্র্যান্ডমাস্টার, ৮ জন মহিলা গ্র্যান্ডমাস্টার ৩৯ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৯৫ জন খেলোয়াড় দুবাই ওপেনের এবারের আসরে অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ১৯ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ