ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অন্যান্য খেলা

ভোলায় কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
ভোলায় কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন

ভোলা: ভোলা জেলায় কাবাডি টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন।

জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টের ৬১টি দলের অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক আশরাফুজ্জামান রাজিব, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ফয়সাল, আবুল কালাম, যুগ্ম সম্পাদক মুনতাসির আলম রাজীব, মোস্তফা কামাল, সুমন খান, আরিফ, মনিরুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী দিনে দু’টি খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথম খেলায় বাপ্তা শক্তি সংঘকে ২১ পয়েন্টে পরাজিত করে নুরুল ইসলাম মাস্টার দল জয়লাভ করে।

অন্য খেলায় দ্বীপ স্পোর্টস ও এসটি ইন্টারন্যাশনাল দল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে এসটি ইন্টারন্যাশনাল ২৫ পয়েন্ট পেয়ে জয়লাভ করে।

আগামী ৮মে ফাইনাল খেলার মধ্য দিয়ে টুনামেন্ট শেষ হবে জানান আয়োজকরা।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
এসআরএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ