ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অন্যান্য খেলা

ওয়ারীকে হারিয়ে ঊষার শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মে ১৩, ২০১৬
ওয়ারীকে হারিয়ে ঊষার শুরু ছবি: সংগৃহীত

ঢাকা: প্রিমিয়ার বিভাগ হকি লিগের চলমান আসরে জয় দিয়ে শুরু করেছে ঊষা ক্রীড়া চক্র। ওয়ারী ক্লাব ৪-১ গোলে হারিয়েছে শিরোপার অন্যতম দাবীদার ঊষা।

 

শুক্রবার (১৩ মে) মাওলানা হকি স্টেডিয়ামে দিনের একমাত্র খেলায় ঊষার হয়ে একটি করে গোল করেন মাহবুব হোসেন, কৃষ্ণ কুমার, হাসান যুবায়ের নিলয় ও নাইম উদ্দিন। অপরদিকে, ব্যবধান কমাতে ওয়ারী ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন ১১ নং জার্সিধারী সিহান।

এ ম্যাচে জয়ের ফলে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে ঊষা।

সব শেষ লিগে আবাহনীর সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয় ঊষা। চলতি লিগে বৃহস্পতিবার (১২ মে) উদ্বোধনী ম্যাচে রেলওয়ে এসসিকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের মিশন শুরু করে আবাহনী।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ১৩ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ