ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অন্যান্য খেলা

সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় যশোর অঞ্চল চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ১৭, ২০১৬
সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় যশোর অঞ্চল চ্যাম্পিয়ন

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০১৬’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) বগুড়া সেনানিবাসে এ প্রতিযোগিতা হয়।

এতে ০৮টি স্বর্ণ ও ০২টি রৌপ্য পেয়ে ৫৫ পদাতিক ডিভিশন (যশোর অঞ্চল) দল চ্যাম্পিয়ন এবং ০২টি স্বর্ণ, ০১টি রৌপ্য ও ০৫টি ব্রোঞ্জ পদক পেয়ে ১০ পদাতিক ডিভিশন (রামু অঞ্চল) দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় যশোর অঞ্চল দলের ইউপি সার্জেন্ট মো. আব্দুর রহিম শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা এবং একই দলের ইউপি ল্যান্স কর্পোরাল খোরশেদ আলম শ্রেষ্ঠ নবীন মুষ্টিযোদ্ধা বিবেচিত হন। প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন থেকে মোট ১২টি দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে সব দলের খেলোয়াড় ছাড়াও বগুড়া সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মে ১৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ