ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অন্যান্য খেলা

হকিতে সোনালি ব্যাংক-ওয়ারী ক্লাবের ড্র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মে ২২, ২০১৬
হকিতে সোনালি ব্যাংক-ওয়ারী ক্লাবের ড্র

ঢাকা: চলমান প্রিমিয়ার বিভাগ হকি লিগ ২০১৬-এর আসরে দিনের একমাত্র খেলাটি ২-২ গোলে ড্র করেছে সোনালি ব্যাংক ও ওয়ারী ক্লাব। রোববার (২২ মে) মাওলানা হকি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

 

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকলেও ওয়ারী ক্লাবকে জয়বঞ্চিত করে সোনালি ব্যাংক।

ম্যাচের চতুর্থ মিনিটের মাথায় লিড নেয় সোনালি ব্যাংক। ফিল্ড গোল থেকে দলকে এগিয়ে নেন প্রসেনজিত। তবে, ২৬ মিনিটে সমতায় ফেরে ওয়ারী। শিহাবের ফিল্ড গোল থেকে ম্যাচে ফেরে দলটি।

৩৪ মিনিটের মাথায় আবারো শিহাব গোল করেন। নিজের ও দলের দ্বিতীয় গোলটি করতে ওয়ারীর এই খেলোয়াড় পেনাল্টির সুযোগকে কাজে লাগান। প্রথমার্ধে শিহাবের দুই গোলে ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় ওয়ারী।

তবে, বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটের মাথায় সোনালি ব্যাংকের প্রথম গোলদাতা প্রসেনজিত দলের দ্বিতীয় গোলটিও করেন। ফলে, সমতায় ফেরে সোনালি ব্যাংক। প্রসেনজিত দ্বিতীয় গোলটি পেনাল্টির সুযোগ থেকে করেন। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-২ এ সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ২২ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ