ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

অভিজিৎ | শাহরিয়ার সালাম

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
অভিজিৎ | শাহরিয়ার সালাম

মুক্ত চিন্তা-মুক্ত স্বপ্ন-মুক্ত প্রেম
কোথায় এসব মিথ্যে ভাষণ
গল্পে ভরা স্বদেশ এখন
কোথায় সবার দেশপ্রেম?
মুক্ত আশা, মুক্ত কোথা কান্না-হাসা?
স্বদেশও কি মুক্ত এখন
অভিজিৎরা লাশ যখন
কোথায় সবার সত্য ভাষণ—ভালোবাসা?

বন্যারা সব কাঁদছে ফের
রক্ত গায়ে অনুরোধের
কেউ আসে না কাছে যখন
অভিজিৎ তো জিন্দা তখন
চারিপাশে মানুষগুলো
ছিল কিনা—ছিল হুলো
নাকি সবাই কাঁপছিল ভয়ে
অভিজিৎ যখন পড়ে লুটায়ে
স্বপ্ন ছিল অভিজিতের
মুক্তমনা, মুক্ত পথের
স্বপ্ন এখন কেঁদে মরে
পশুরা সব হল্লা করে

অপেক্ষাতে আছি মোরা
পশুরা সব পড়বে ধরা
দেখব কবে মুক্ত স্বদেশ
শঙ্কামুক্ত সোনার এ দেশ
দেখব ওদের ফাঁসি কবে
অভিজিৎরা শান্তি পাবে

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ