ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

তদন্ত | তালাশ তালুকদার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
তদন্ত | তালাশ তালুকদার


তদন্ত
কোনো নিঃশ্বাস যাতে পিছলে পড়ে ব্যথা না পায় 
তার জন্য দরকার একটা শনশনা মাঠ
হাতপাখার পরিবর্তে 
ফ্যানের জন্য প্রয়োজন পড়ে একটি শরীরের
দম ফেলার জন্য সমতল মাঠ
প্রকৃতির জন্য ফদোষ্টি মন-
আর নিজেকে বদলানোর জন্য 
স্বপ্ন বদলের দরকার পড়ে মাঝে মাঝে

তোমার যেহেতু সবকিছুই ভুলের ভেতর থেকে বের হয় 
সেহেতু মগজের ওয়ার্কশপে গিয়ে ছিঁড়ে যাওয়া তারগুলোকে
ঘুটুর মুটুর করে জোড়া লাগিয়ে নাও-
ডেকচির মাঝে কিছু হাহাকার পড়ে থাকা দেখো-
বড় বড় পিঁপড়েগুলো যে বাড়িটি ঘিরে রেখেছে
তার ছবিটিও দেখে নিয়ো

তখন মগজটা নানারকম জিনিসে বড় হতে থাকবে
আর বড় হতে থাকলেই ছোট ছোট মানুষেরা 
মুখে কুলুপ এঁটে থাকবে
আবার এটাও ভেবো, সবকিছুকেই বড় হলে চলে না 
যেমন
না, না।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ