ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

দু’টি কবিতা | রিঙকু অনিমিখ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
দু’টি কবিতা | রিঙকু অনিমিখ

উপহার
তুমি চলে গেলেও
এ ঘরে আলো জ্বলে আছে,
কী অদ্ভুত এই আলোর ব্যাপারটা!-
দেখো- রাত নামলে
সবচেয়ে বেশি জ্বলে ওঠে সে।

আমার বাকি জীবনের সবগুলো রাত
তোমার দেওয়া উপহার


নৈকট্য
এত মানুষ
তবু একা মনে হয়
নিজেকে
যখন
গায়ে গা-লাগিয়ে মানুষের ভিড়!

এই যে তুমি
সারাক্ষণ কাছে থাকো
সারাটা সময়
একদম কাছে-

রেললাইনের মতো

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ