ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

বরষার পদাবলি

বৃষ্টির শব্দ | মুক্তি মণ্ডল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
বৃষ্টির শব্দ | মুক্তি মণ্ডল

বৃষ্টির শব্দ
পুরনোকালের বৃষ্টির শব্দে 
এখনো যাঁরা গভীর রাতে বারান্দায় দাঁড়িয়ে থাকে 
মমিদের হাস্যধ্বনি; 
তাঁদের বুক পকেটের মাপে স্বপ্নের মুদ্রণশিল্প বিকশিত 
হয় কফিনের ছায়াঘেষা সংহতির ফ্রেমে।  

শীর্ণ দেহখণ্ডে অগ্নিদাহের সিংহরা নাচে, কাঠকয়লায় 
কষাণো হাড় -মাংশের স্তূপে শিহরিত 
বেণীর দিগন্ত ভাসে।

 

আমরা জীবাশ্ম সংগ্রহশালায় 
নতুন বৃষ্টির শব্দে ধুলোলাগা উলুধ্বনি 
মোমালোতে সাজাই; 
ঝাঁকে ঝাঁকে পদপিষ্ট পোকারা বালুর ওষ্ঠে জাগে।  

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ