ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

দু’টি কবিতা | বীরেন মুখার্জী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
দু’টি কবিতা | বীরেন মুখার্জী

মহাকাল
অন্ধকার;
সত্য শুধু, আলোর জিজ্ঞাসা
বাকি সব-
অন্ধকার।


নিজেকে মুঠোয় পুরে
দেখো, রোদ্দুরের কথা ভাবছি 
ভিজে যাচ্ছে কথা, শোবার ঘর, বালিশের চারপাশ।

 
অবিরাম ঝরছে বৃষ্টি, চৈত্রময় জল উড়ছে ক্লান্তিহীন;
সিদ্ধান্ত দিতে অপারগ তবু মৌলিক অভিধান! 

দেখো, উড়ছে গানের খাতা 
নুয়ে পড়ছে বিশ্বাস, পাঠশালা, ক্ষেত-খামার
প্রাণপণ আটকে যাচ্ছে স্বর, গীতবিতানের ছন্দ 
সিদ্ধান্ত দিতে অপারগ তবু মৌলিক অভিধান!

নিজেকে মুঠোয় পুরে সারস্বত জীবনের যে খেলা
ব্যক্তিগত অভিধানে তা এক অজ্ঞেয় ফুল চিরদিন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ