ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

কুসুম কল্পনা | পলিয়ার ওয়াহিদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
কুসুম কল্পনা | পলিয়ার ওয়াহিদ কুসুম কল্পনা

কুসুম কল্পনা
কুসুমে আঙুল রেখে শঙ্খ চেখে নেয়—মানুষের 
স্বাদ ও বিষাদ! 

আর সূর্যকে হজম করে জন্মান্তর চাই—
অসংখ্য সকাল। হায় রোদ—কুয়াশা মাড়ায়ে
এখনই বাইপাস যুবকে দাঁড়ায়ে মনে পড়ে
যে সরোদ বাদকের অস্থির আঙুলের শিল্পময় কারিশমা 
কিন্তু আমি যেন চিরকাল বাঁশি হতে চাই।

ভোরের সড়কে শুয়ে থাকে ধুলো আর গত জীবনের ছাপ
রঙহীন বেয়াড়া ক্যাট—ক্রমেই মেকুর হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ