ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

জ্যামিতি ত্রিকোণমিতি ।। শামীমা সুলতানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
জ্যামিতি ত্রিকোণমিতি ।। শামীমা সুলতানা ...

মানুষ তো সব পারে
আবার বিবেকের মার্জিত রশিটা তারই হাতে
টান খেতে খেতে হঠাৎ ছুটে পড়ার
মাঝে যে দুলায়িত তরঙ্গটি সৃষ্টি হয়
তার নিখাদ মানে সবাই জানে না।

বিকলাঙ্গ অস্বস্তি বোধ তাড়না জাগায়
মনে জাগে অশান্তির ত্রিকোণমিতি।
গুরু চেয়ে আছেন
এই আমারই মাঝে।

কথার গণ্ডি পেরিয়ে কখন যে-
সুনামি বয়ে গেলো মনের উপর
আফসোস জিইয়ে রাখার আর কী মানে!

দরজার ওপাশে রেখেছিলাম
আমার আনন্দের সময়টুকু
মনে পড়লেই সেই পরশ নিতাম!

ভয়ের পাশে বিশ্বাস উড়ে চলে
কঠিন সময়টা পাহারায় জাগে
আনন্দ আর ভালোলাগা তার ফাঁদেই মরে।

জ্যামিতিক সূত্র তুলে দিয়েছো বুকের উপর
তার মাঝেই তুমি আমাকে দিয়েছো কবর--
আর বলেছো মনে মনে এই আমি তোমার অযোগ্য।

কবরের মুখে আর কথা নেই
কিন্তু তুমিও থাকবে এই বুকেই।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
এমপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ