ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

কার্তিকের রাতে ।। মাহফুজ পারভেজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
কার্তিকের রাতে ।। মাহফুজ পারভেজ ...

সমুদ্রের ঢেউ যেমন ফিরিয়ে দেয় মাঝে মাঝে
যাবতীয় লুণ্ঠিত সামগ্রী
তেমনই এক বিস্মৃত কালের শেষ প্রহরের রাতে
তুমি ফিরে এসেছো একাকী

তারাদের ভিড় ঠেলে হঠাৎ সামনে এসে
দাঁড়িয়ে বললে তুমি:
‘চিনতে পারো নি?’
আকাশের নির্জন তালুর তলে বসে আমি
সেই কার্তিকের রাতে
ভাবি
শুধু ভেবে যেতে থাকি
‘তোমার তো আসার কথা ছিল না!’

আমি এক প্রবহমান ভিখিরি
তুমি এসেছো নিতে, আমি পেতে, হাত পেতে থাকি!

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ