ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কবিতা

১২৫০ স্কয়ার ফিট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুন ২৩, ২০২০
১২৫০ স্কয়ার ফিট প্রতীকী ছবি

আমার কোনও পুকুর নেই

যেখানে পা ডু্বিয়ে বসা যায়

টিনের কোনও চাল নেই

যার নিচে বৃষ্টির আওয়াজ পাওয়া যায়।

চাষযোগ্য ক্ষেত নেই

শস্য রাখার গোলাঘর নেই

মেঠোপথ নেই

নদী, খাল-বিল নেই

বিলে মাছ খায়, এমন একটি চিলও নেই।

আমার আকাশের মতো বড় একটি আকাশ নেই

আম কাঁঠালের বাগান নেই

রস আহরণের হাঁড়ি নেই

বাঁশ ঝাড়ের সারি নেই

দা, কোদাল, কাস্তে কিছুই নেই।

আমার মাটির কোনও কলস নেই

তালপাতার পাখা নেই

শীতল পাটির বিছানা নেই

কেরোসিনে জ্বলে এমন একটি হারিকেন নেই

ঘরের সামনে উঠোন নেই

ঝিঁঝিঁ পোকার কান্না নেই

মৌমাছির হামলা নেই

আফসোস! আমার কোনও গ্রামই নেই।

শহরের ঠিক মাঝখানে-

কংক্রিটের ১২৫০ স্কয়ার ফিটে আমার জন্ম

প্রথম কান্না

আস্তে আস্তে বেড়ে ওঠা ও বুঝতে শেখা

জীবন সংগ্রামের পাঠ চুকিয়ে

অন্তিম নিঃশ্বাসের অপেক্ষায় প্রহর গুনা।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ২৩, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ