ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিদেশিদের প্ররোচনায় বিএনপি বলছে ১০ ডিসেম্বর দেশ চালাবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
বিদেশিদের প্ররোচনায় বিএনপি বলছে ১০ ডিসেম্বর দেশ চালাবে: মুক্তিযুদ্ধমন্ত্রী ছবি: বাংলানিউজ

ঢাকা: মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ৭ম নৌবহর পাঠিয়ে, মুক্তিযুদ্ধকে বানচাল করতে চেয়েছিল। স্বাধীন হওয়ার পর যারা বারবার ভেটো দিয়েছিল বাংলাদেশ যাতে জাতিসংঘের স্বীকৃতি না পায়, সদস্য পদ লাভ করতে না পারে সেসব অপশক্তির প্ররোচনায় আজকে আবার নানা কথা বলছে।

তাদের (মার্কিন যুক্তরাষ্ট্রের) প্ররোচনায়  বিএনপির নেতারা বলছে, ১০ ডিসেম্বরের পর এ দেশ খালেদা জিয়া ও তারেক জিয়ার কথায় চলবে, শেখ হাসিনার কথায় রাষ্ট্র চলবে না।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জিয়া রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পাকিস্তান থেকে আর্জেস গ্রেনেড এনে তারেক জিয়া ২১ আগস্টের ঘটনা ঘটিয়েছিলো।

বিএনপি-জামায়াত পাকিস্তানের অপরাধ লঘু করতে চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, একাত্তরে এত ধর্ষণ হয়নি, হত্যা হয়নি এসব বলে স্বাধীনতার সময় পাকিস্তানিদের অপরাধকে লঘু করতে চায়। যে পাকিস্তানের মতো রাষ্ট্র চালানোর স্বপ্ন বিএনপি দেখছে সেই পাকিস্তান ব্যর্থ, অকার্যকর রাষ্ট্র বলেও মন্তব্য করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী।

১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধও করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধ দিবস না থাকলে কে তুলে ধরবে রাজাকার-আলবদরদের অপকর্মের ইতিহাস।

ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমির হোসেন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আআসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান।

বাংলাদেশ সময়: ১৪৩৮, ডিসেম্বর ১, ২০২২
এনবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।