ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

মুন্সীগঞ্জে বিএনপির ১৬ কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
মুন্সীগঞ্জে বিএনপির ১৬ কর্মী গ্রেফতার

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিনগত রাতে পৃথক অভিযানে বিভিন্ন নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়।

এর মধ্যে জেলার গজারিয়ায় চারজন গ্রেফতার হয়েছেন। তারা হলেন- উপজেলার পুরান বাউশিয়া গ্রামের বিএনপি কর্মী জসিম সরকার ও শাহ আলম এবং করিমখাঁ গ্রামের মাসুম ও মহসিন।  

লৌহজং উপজেলায় গ্রেফতার হয়েছেন পাঁচজন। তারা হলেন বেজগাঁও গ্রামের আল-আমিন বেগ ও লাল মিয়া সরদার, গাওদিয়া গ্রামের ইলিয়াস মিয়া, নওপাড়া গ্রামের ফারুক হোসেন তপু ও বৌলতলী গ্রামের আব্দুস সাত্তার।  

সিরাজদিখান উপজেলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মধ্যপাড়া গ্রামের বিএনপি কর্মী আজিম আল রাজী, বালুচর গ্রামের ফারুক হোসেন ও নীমতলা গ্রামের আমান মোল্লা।  

টঙ্গীবাড়ি উপজেলার গ্রেফতারকৃত তিনজন হলেন- বিএনপি কর্মী আব্দুল আলিম, রাজন মুন্সী ও লতিফ দপ্তরী।  

সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. রকিব উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। এসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।