ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কঠিন ঐক্য গড়ে তুলতে হবে: আমু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কঠিন ঐক্য গড়ে তুলতে হবে: আমু

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুকন্যা যেদিন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেন সেদিন থেকেই তার বিরুদ্ধে দেশি-আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদূর প্রসারি নেতৃত্বে দেশের অগ্রগতি যারা মেনে নিতে পারেননি।

 যুদ্ধাপরাধীদের বিচার যাদের অন্তরে ঘা লেগেছে সেই স্বাধীনতাবিরোধী শক্তি সমাবেশের নামে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় দেশকে আবারও অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে নেমেছে। বিএনপি-জামায়াতের দেশবিরোধী অপতৎপরতা মোকাবিলায় মুক্তিযুদ্ধের চেতনার ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে ৷

শনিবার (৩ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার হলে গণতন্ত্রী পার্টির জাতীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বামপন্থি রাজনীতি যতো শক্তিশালী হবে গণতান্ত্রিক, প্রগতিশীল রাজনীতি ততো বেশি গতিশীল হবে। আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে জাতীয় রাজনীতিতে বিএনপি নয়, আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে বিরোধীদলটিও যেন মুক্তিযুদ্ধের চেতনার দল হয়।  

গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে সভায় দলটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময় ২২১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এসকে/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।