ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

কর্মীদের উজ্জীবিত করতে বিএনপি কার্যালয়ে খিচুড়ির আয়োজন

দেলোয়ার হোসেন বাদল, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
কর্মীদের উজ্জীবিত করতে বিএনপি কার্যালয়ে খিচুড়ির আয়োজন ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করতে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে খিচুড়ির আয়োজন করেছে যুবদল।  

রোববার (৪ ডিসেম্বর) সকাল থেকেই কার্যালয়ে ভিড় জমাতে শুরু করেন কর্মীরা।

দুপুর হতেই নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠে নয়াপল্টন বিএনপি কার্যালয়।

সারাদিন না খেয়ে চলতে থাকে তাদের বিভিন্ন স্লোগান। হঠাৎ করেই যুবদল দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন মাইকে ঘোষণা দেন, প্রিয় বন্ধুরা আপনাদের উজ্জীবিত করতে আমরা আপনাদের জন্য খিচুড়ির আয়োজন করেছি। আপনারা সবাই খেয়ে জোর গলায় স্লোগান দেবেন।

ঝিমিয়ে পড়লে চলবে না। লড়াই চালিয়ে যেতে হবে। এরপর পরই কর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে খোলা আকাশের নিচে প্লেটভর্তি খিচুড়ি নিয়ে বসে পড়েন। সবাই যার যার মতো গোল হয়ে খিচুড়ি খেতে শুরু করেন।

খিচুড়ি খাওয়া শেষে আবার শুরু হয় তাদের স্লোগান।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।