ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

জেএসডির ২২তম কাউন্সিল: সভাপতি রব, সাধারণ সম্পাদক স্বপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
জেএসডির ২২তম কাউন্সিল: সভাপতি রব, সাধারণ সম্পাদক স্বপন

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির ত্রি-বার্ষিক কাউন্সিলে আ স ম আবদুর রব সভাপতি এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার জেএসডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জেএসডি কাউন্সিলকে সফলভাবে সম্পন্ন করায় দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংগঠকসহ, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান তারা।  

সম্মেলনে নেতারাসহ সবার উপস্থিতি কাউন্সিলের লক্ষণীয় সাফল্যের সঙ্গে জনগণের স্বার্থের অনুকূলে রাষ্ট্রীয় রাজনীতির সংস্কারেও প্রভাব ফেলবে, জনগণের সার্বিক নিরাপত্তাহীনতা, উচ্চমাত্রার অর্থনৈতিক ঝুঁকি এবং দুঃশাসন মোকাবিলায় সংগ্রাম-আন্দোলনে নৈতিক শক্তি যোগাবে বলে তারা আশাবাদ জানিয়েছেন।

‘দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক’ দিয়ে রোববার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২

টিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।