ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

কার্যালয়ে ঢুকতে না পেরে ফুটপাতেই বসে পড়লেন ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
কার্যালয়ে ঢুকতে না পেরে ফুটপাতেই বসে পড়লেন ফখরুল

ঢাকা: নয়াপল্টানে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু তাকে কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি।

 

এ অবস্থায় তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের সামনের ফুটপাতেই বসে পড়েন।  

বুধবার বিকেল ৫টায় তাকে এ অবস্থান নিতে দেখা যায়।  

এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কার্যালয়ের ভেতর থেকে বের হন বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী শিমুল বিশ্বাস। এসময় তাকে গ্রেফতার করে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।