ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঢামেকে মির্জা ফখরুল 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
ঢামেকে মির্জা ফখরুল 

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় রাজধানীর নয়া পল্টনে গুলিতে নিহত মকবুলের স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মরদেহ রাখা ঘরের সামনে মকবুলের স্বজনদের সঙ্গে বলে হাসপাতাল থেকে চলে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানায়, মির্জা ফখরুল তিন থেকে চার মিনিট হাসপাতালে অবস্থান করেন।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এজেডএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।