ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
মুন্সীগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ
  ছবি: বাংলানিউজ

মুন্সীগঞ্জ: বিএনপি-জামায়াতের নাশকতা, অরাজকতা নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।  

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের মুক্তিযুদ্ধা ভাস্কর্যের সামনে আওয়ামী লীগ, যুবলীগ,  স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ বিক্ষোভ ও সমাবেশ হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকে মৃণাল কান্তি দাস, মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালাম, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ বাব, মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান দর্পণ ও কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আপন দাস।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।