ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জে যুবদল ও ছাত্রদলের ২ কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
হবিগঞ্জে যুবদল ও ছাত্রদলের ২ কর্মী গ্রেফতার প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে নাশকতার চেষ্টার অভিযোগে যুবদল ও ছাত্রদলের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ দু’জনের নামে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সোয়া ৯টায় পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতাররা হলেন- হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য জহিদুল ইসলাম সাগর ও যুবদল কর্মী বশির আহমেদ জুম্মন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বাংলানিউজকে বলেন, বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে জুম্মন ও সাগরকে গ্রেফতার করা হয়। তারা জেলা শহরে মশাল মিছিল ও নাশকতার সৃষ্টির চেষ্টা করছিলেন। যে কোনো ধরণের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতার দু’জন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবি সংবলিত ফেস্টুন ছেড়ার মামলার আসামি। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।