ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

কমলাপুর স্টেডিয়াম বা মিরপুর বাংলা কলেজে বিএনপির গণসমাবেশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
কমলাপুর স্টেডিয়াম বা মিরপুর বাংলা কলেজে বিএনপির গণসমাবেশ 

ঢাকা: ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ কমলাপুর স্টেডিয়াম বা মিরপুর বাংলা কলেজে হবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।  

কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে ডিএমপি সদর দফতরের সামনে বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি সমাবেশের জন্য নয়াপল্টন ও কমলাপুর স্টেডিয়াম প্রস্তাব করেছিল।

তবে ডিএমপি সোহরাওয়ার্দী উদ্যানের সঙ্গে মিরপুর বাংলা কলেজ মাঠেরও  প্রস্তাব করে।

তিনি বলেন, ডিএমপি পল্টনে সমাবেশ করতে দেবে না, আর আমরা সোহরাওয়ার্দী যাব না। এক্ষেত্রে আমরা আজ রাতেই কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাংলা কলেজের মাঠ পরিদর্শনে যাব। তারপর কোথায় সমাবেশ হবে আমরা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

সন্ধ্যার দিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ চেয়ে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সদর দফতরের ভেতরে প্রবেশ করে। প্রতিনিধিদলে বরকত উল্লাহ বুলু ছাড়া আরও ছিলেন,  এ জে মোহাম্মদ আলী, আহমেদ আজম খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ব্যারিস্টার কায়সার কামাল।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।