ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

সমাবেশে কর্মীদের মধ্যে পানি ও খাদ্য বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
সমাবেশে কর্মীদের মধ্যে পানি ও খাদ্য বিতরণ সমাবেশে কর্মীদের মধ্যে পানি ও খাদ্য বিতরণ

ঢাকা: সমাবেশের নেতাকর্মীদের মধ্যে খোলা ট্রাকে করে পানি ও শুকনো খাবার বিতরণ করছে বিএনপির স্বেচ্ছাসেবকরা।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই মিছিলের পাশাপাশি খোলা ট্রাক ও ভ্যানে করে পানির বোতল, শুকনো খাওয়ার নিয়ে প্রবেশ করে তারা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ সব ট্রাক-ভ্যান থেকে পানি ও খাদ্য বিতরন শুরু করা হয়। কমলাপুর থেকে শুরু করে সায়েদাবাদ পর্যন্ত এসব খাদ্য বিতরণ করা হয়।

এ সময় ব্যক্তিগতভাবে সঙ্গে আসা কর্মীদের মধ্যেও খাদ্য ও পানি বিতরণ করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
জেডএ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।