ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

জনগণ আন্দোলন করছে, আমরা পাশে আছি: নোমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
জনগণ আন্দোলন করছে, আমরা পাশে আছি: নোমান

ঢাকা: জনগণ আন্দোলন করছে, আমরা পাশে আছি বলে জানিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

তিনি বলেন, বর্তমানে দেশে যে সংকট চলছে তা বিএনপির সংকট নয়, জাতীয় সংকট।

আমরা আন্দোলন করেছি জনগণ আমাদের সমর্থন দিয়েছে। এখন জনগণ আন্দোলন করছে আমরা পাশে আছি। আমরা জনগণের জন্য রাজনীতি করি। জনগণের বিজয় হবেই হবে।

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন।

এর আগে শুক্রবার (৯ ডিসেম্বর) গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পাওয়ার পর পরই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। রাতে নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে যায় মাঠ। সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে গোলাপবাগ মাঠে শনিবার সকাল সাড়ে ১০টায় বিএনপির এ গণসমাবেশ শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
টিএ/আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।