ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে আওয়ামী লীগের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
খাগড়াছড়িতে আওয়ামী লীগের বিক্ষোভ

খাগড়াছড়ি: দেশব্যাপী বিএনপি-জামায়াতের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিলটিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অ্যাড. উম্মে হাবিবা, কৃষক লীগের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দেসহ নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।