ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

যুব মহিলা লীগে ঢাকা উত্তর-দক্ষিণে যারা নেতৃত্বে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
যুব মহিলা লীগে ঢাকা উত্তর-দক্ষিণে যারা নেতৃত্বে 

ঢাকা: যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ঘোষিত হয়েছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের চার নেত্রীর নাম।

ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতি হয়েছেন ফারজানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক  নিলুফা রহমান।

ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি হয়েছেন তাহেরা খাতুন লুৎফা,  সাধারণ সম্পাদক শামীমা রহমান।

বৃহস্পতিবার দ্বিতীয় অধিবেশনে  যুব মহিলা লীগের সম্মেলন মঞ্চে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আর সংগঠনটির কেন্দ্রীয় দায়িত্ব পেয়েছেন সভাপতি পদে আলেয়া সারোয়ার ডেইজি, সাধারণ সম্পাদক পদে শারমিন সুলতানা লিলি।

এর আগে বেলা ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলন হয়। দুপুর ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া অতিথি হিসেবে সম্মেলনে অংশ নিয়েছেন সভাপতিমণ্ডলীর সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ড. দীপু মনি, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম।

বাংলাদেশ সময়: ১৬২৯, ডিসেম্বর ১৫, ২০২২  
এনবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।