ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

২৭ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে: দুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
২৭ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে: দুলু ফাইল ছবি

নওগাঁ: বিএনপির সাংগঠনিক সম্পাদকর রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামীতে ২৭ দফার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে। এতে করে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠাসহ সকলের অধিকার সুনিশ্চিত হবে।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে নওগাঁ উকিলপাড়া শিশুপার্কে জেলা বিএনপির আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।

এসময় ২৭ দফা উত্থাপন করেন তিনি।  

দুলু বলেন, সংবিধানের কিছু ধারা পরিবর্তন করা হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে। স্বাধীনভাবে মানুষের কথা বলা এবং ভোটের অধিকার নিশ্চিত করা হবে।

আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে নওগাঁ পৌর মেয়র নজমুল হক ছনি, জেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ধুলুসহ জেলার ও উপজেলা বিএনপি'র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।