ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার বিশ্লেষণমূলক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার বিশ্লেষণমূলক সভা

নড়াইল: নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ রূপরেখার বিশ্লেষণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নড়াইল জেলা বিএনপির আয়োজনে শহরের মহিষখোলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসভবন চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ আমরা যদি তৈরি করতে পারি, অর্থাৎ একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি যদি প্রতিষ্ঠা হয়, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে অংশ গ্রহণ নেবে। নির্বাচনে অংশ নেওয়ার আগে বিএনপির দলীয় নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হবে। এসময় তিনি তারেক রহমান ঘোষিত ২৭ দফা রূপরেখা উপস্থাপন করেন।

জেলা বিএনপির সহ-সভাপতি নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মণ্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, নড়াইল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আলেক, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম টিংকু, লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জিএম নজরুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার আনোয়ার হোসেন, সদস্য সচিব স.ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির আহ্বায়ক শেখ সেলিম, সদস্য সচিব মনা মিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত কবীর রুবেল, সহ-সাধারণ সম্পাদক আহাদুজ্জামান বাটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল হাসান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।