ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গণতন্ত্রহীন সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
গণতন্ত্রহীন সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই

বাগেরহাট: জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশে কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্রহীন, অবৈধ, ফ্যাসিবাদী সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।

জনগণের ওপর অত্যাচার করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। জনগণই এই সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাবে।  

শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

কেন্দ্র ঘোষিত ১০ দফা আন্দোলন এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফার ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম প্রমুখ।

আলোচনা সভায় বাগেরহাট জেলা বিএনপি ও বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় নেতারা ভবিষ্যতে সরকার পতনের আন্দোলনের রূপরেখা বিশ্লেষণ ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
 
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।