ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খুলনায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
খুলনায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল

খুলনা: আগামী খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়ালকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

রোববার (১৫ জানুয়ারি) রাতে খুলনার গোয়ালখালিতে সংগঠনের খুলনা মহানগর ও জেলা কমিটির এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহর সভাপতিত্বে ও সম্পাদক শেখ মো. নাসির উদ্দিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। নগর সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান, শেখ হাসান ওবায়দুল করিম, যুগ্ম সম্পাদক মাও. ইমরান হোসাইন, হাদিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাও. দ্বীন ইসলাম, মো. সাইফুল ইসলাম, মাও. মাহবুবুল আলম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মাও. হাফিজুর রহমান, আলহাজ্ব মো. আমজাদ হোসেন, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি আবুল কালাম আজাদ, বিডিআর আল আমিন, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সহ-সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, আব্দুস সবুর, আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের সাধারণ সম্পাদক মাহাদী হাসান মুন্না, সংগঠনিক সম্পাদক মোস্তফা আল গালিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানা সভাপতি আবু তাহের, সোনাডাঙ্গা সভাপতি মো. ইমরান হোসাইন, সম্পাদক রবিউল ইসলাম তুষার, দৌলতপুর থানার সম্পাদক নিজাম উদ্দিন মল্লিক, খালিশপুর থানার সম্পাদক হাফিজুর রহমান, লবণচরা থানার সভাপতি দ্বীন ইসলামসহ ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদের পক্ষ থেকে মেয়রের নাম ঘোষণা করেন খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।